চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। একইসঙ্গে গাজীপুর এবং নারায়ণগঞ্জসহ দেশের ৬ জেলার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটির কথা জানানো হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে ইদ্রিস মিয়াকে, সদস্য সচিব হেলাল উদ্দিন। এছাড়া সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক হিসেবে লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার নাম ঘোষণা করা হয়।

ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রয়াত সাবেক এমপি ও মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে। এছাড়া আলী আব্বাস জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, লেয়াকত হোসেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মো. হেলাল উদ্দিন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm