চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলন ১৪ মে

নির্বাচনকে সামনে রেখে তৃণমুলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করার লক্ষ্যে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। আগামী ১৪ মে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আ.লীগের যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রে দায়িত্বশীল দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও দক্ষিণ জেলার সংসদ সদস্যরা।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন আট উপজেলার তৃণমূলের প্রায় তিন হাজার নেতাকর্মী ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরাও এই সমাবেশে অংশ নেবেন। দিনব্যাপী এই প্রতিনিধি সভায় কেন্দ্রীয় নেতারা শুনবেন তৃণমূলের নেতাকর্মীদের কথা।

এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘১৪ মে শনিবার সকাল ৯টা থেকে তৃণমূলের প্রতিনিধি সম্মেলন শুরু হবে। এতে প্রায় ৩ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। সভায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী, পৌরসভা, ইউনিট, ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।’

মফিজুর রহমান আরও বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা এই সভায় উপস্থিত থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনগুলোকে সুসংহত করতে এই সভা আহবান করা হয়েছে।’

প্রতিনিধি সভার বিষয়ে মফিজুর রহমান বলেন, ‘সামনে নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে নেতা কর্মীদের উজ্জীবিত করতেই এই সমাবেশ। এতে নেতারা কর্মীদের কথা শুনবেন। শুনে ব্যবস্থা নিবেন নির্দেশনা দিবেন। তৃণমূলকে সুসংগঠিত করতে এই ধরনের প্রতিনিধি সমাবেশ করা হয়।’

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!