চট্টগ্রামের এক বেসরকারি ডিপোতে অভিযান চালিয়ে ৪২ মেট্রিক টন রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি চাল জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব চাল চার কন্টেইনারে করে সিঙ্গাপুর ও সৌদি আরবের রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছিল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর বন্দর সংযোগ সড়কে ‘মেসার্স এছাক ব্রাদার্স ডিপো লিমিটেডে’ অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানে চার কন্টেইনারে ৪২ মেট্রিক টন চাল জব্দ করা হয়।
জানা গেছে, দুটি আলাদা চালানে কারখানায় উৎপাদিত বিস্কুটসহ বিভিন্ন শুকনো খাবার রপ্তানির ঘোষণা দেয় ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি চালানের পণ্য সিঙ্গাপুর এবং অপরটি সৌদিআরবে রপ্তানি করতে জন্য অভিজাত ফুডসের পক্ষে মনোনীত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘এন আর এন্টারপ্রাইজ’ কাস্টমসে শুল্কায়ন সম্পন্ন করেছিল।
কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দারা চার কন্টেইনার খুলে ৪২ মেট্রিক টন কুইন ব্র্যান্ডের কালিজিরা সুগন্ধি চাল পান। পরে এসব রপ্তানি নিষিদ্ধ চাল জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোছাম্মৎ আয়েশা সিদ্দিকা জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নীলফামারীর খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুটি রপ্তানি পণ্যচালানে চার কন্টেইনারে থাকা ৪২ মেট্রিক টন সুগন্ধি চাল জব্দ করা হয়েছে।
আরও জানা গেছে, দেশের সব ধরনের সুগন্ধি চাল রপ্তানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আছে।
ডিজে