চট্টগ্রাম থেকে পুলিশ পদক পাচ্ছেন যে ৫ জন

0

২০১৯ সালের জন্য পুলিশের সাহসিকতা, সেবা ও বীরত্বপূর্ণ ভূমিকার কারণে বাংলাদেশ পুলিশের ১১৮ জনকে পদকের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ৫ পুলিশ কর্মকর্তা এ বছর পদকের জন্য মনোনীত হয়েছে। তবে তাদের কে কোন্ পদক পাচ্ছেন তা স্পষ্ট করেনি পুলিশ সদর দপ্তর।

মনোনীতদের প্রত্যেককে আগামী ৩১ জানুয়ারি রাজারবাগে হাজির হতে বলা হয়েছে। পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কর্মকর্তাদের পদক পরিয়ে দেবেন।

চট্টগ্রাম থেকে পদক পাচ্ছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদৌলা রেজা, সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া ও ডবলমুরিং থানার এস আই মোস্তাফিজুর রহমানকে।

s alam president – mobile

এডি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!