চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কোচের গ্লাস ভেঙে গেলেও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা সীতাকুণ্ডে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসে পাথর নিক্ষেপে ‘ঞ’ কোচের জানালার গ্লাস ভেঙে যায়।

জানা গেছে, চট্টগ্রাম থেকে সন্ধ্যায় চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ছেড়ে যায়। ট্রেনটি সীতাকুণ্ডের কুমিরা সেকশনে পৌঁছালে বাইর থেকে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় কোচ নম্বর ‘ঞ’ এর জানালার কাঁচ পাথরের আঘাতে ভেঙে যায়।

এ ঘটনার পর সেলিম মাহমুদ নামের এক যাত্রী ফেসবুক পোস্টে জানালার কাঁচ ভাঙার ছবি দিয়ে লেখেন, অল্পের জন্য বেঁচে গেলাম। চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে পাথর মেরেছে দুর্বৃত্তরা।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ি পুলিশ পরিদর্শক (এসআই) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm