চট্টগ্রাম টেস্টে সাকিবকে নিয়েই একাদশ, জানালেন মুমিনুল

রহস্যময় এক চরিত্র সাকিব আল হাসান। এই আছেন, এই নেই! বাঁহাতি অলরাউন্ডারকে নিয়ে ধোঁয়াশা আর দোটানা যেন ইঁদুর-বিড়াল খেলার মতো! শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরু রোববার (১৫ মে)। তার দুদিন আগেও নিশ্চিত হওয়া যায়নি সাকিবকে এই টেস্টের একাদশে পাওয়া যাবে কিনা। যদি-কিন্তুর ওপর ছিল সবকিছু। অবশেষে অবশ্য স্বস্তির খবর মিলেছে।

করোনা নেগেটিভ হয়ে হোটেলে ফিরেছেন আগের রাতে। শনিবার সকালে অনুশীলনেও নেমেছেন। মাঠ দেখেছেন, কথা বলেছেন কোচদের সঙ্গে।

তবু সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা-না খেলা নিয়ে সংশয় তো ছিলই। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সে সংশয় দূর করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন সাকিব।

‘অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে’ – অনুশীলনে সাকিবকে দেখার পর নিজের উপলব্ধি জানিয়েছেন মুমিনুল। এরপর প্রথম টেস্টে সাকিবের খেলা-না খেলা প্রসঙ্গে টেস্ট অধিনায়কের কথা, ‘হ্যাঁ, তিনি খেলবেন।’

কিন্তু মাত্রই করোনা থেকে সেরে ওঠা সাকিব কি খেলার মতো ফিট আছেন? গতকালই বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, ৫০-৬০ ভাগ ফিট সাকিবকে চান না তিনি। শতভাগ ফিট সাকিবকে যেকোনো দলই চাইবে জানিয়ে ডমিঙ্গো বলেন, সম্পূর্ণ ফিট না হলে সাকিবকে খেলাতে তিনি রাজি নন।

সে কারণে মুমিনুলের সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল, তাহলে সাকিব কি শতভাগ ফিট? মুমিনুলের উত্তর, ‘কোচ বলেছিলেন (সাকিব) যদি ফিট থাকে তাহলে খেলতে পারবেন। আজ আমরা তো দেখলামই। আমার দেখে তা-ই মনে হয়েছে।’

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সাকিবের খেলা-না খেলা সংশয়ে পড়ে যায় গত মঙ্গলবার তাঁর করোনা পজিটিভ হওয়ার খবরের পর। যুক্তরাষ্ট্রে ঈদের ছুটি কাটিয়ে গত সোমবার দেশে ফেরেন সাকিব, পরদিনই আসে তাঁর করোনাআক্রান্ত হওয়ার খবর। সে সময় বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী প্রথম আলোকে নিশ্চিত করে বলেছিলেন, ‘প্রথম টেস্টে খেলবেন না সাকিব।’

নিয়মানুযায়ী পাঁচ দিন আইসোলেশনে থাকার কথা ছিল সাকিবের, সে ক্ষেত্রে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে সাকিবের না খেলারই কথা ছিল। কিন্তু দ্রুতই সেরে উঠেছেন সাকিব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!