চট্টগ্রাম জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে সাইফ পাওয়ারটেকের ১০ লাখ টাকা অনুদান

0

করোনার ক্ষতিগ্রস্থ আর্তমানবতার সেবায় হাত বাড়িয়ে দিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ তহবিলে সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে ১০ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মমিনুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক (ব্যবসায় উন্নয়ন) মো. নিজাম উদ্দীন ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) মো. রেজাউল করিম । এ সময় জেলা প্রশাসক বলেন, সাইফ পাওয়ারটেক করোনাকালে মেডিক্যাল যন্ত্রপাতি ও নগদ অর্থ সহায়তা দিয়ে আর্তমানবতার সেবায় অনন্য অবদান রেখে চলেছে।

প্রসঙ্গত, গত ১০ জুন প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মূখ্য সচিব আহমেদ কায়কাউস এর হাতে ২ কোটি টাকার অনুদানের চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। তখন তরফদার মো. রুহুল আমিন বলেছিলেন, সাইফ পাওয়ারটেক লি. সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আর্তমানবতার সেবায় সরকার ও জনগণের পাশে থাকবে।

s alam president – mobile

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!