চট্টগ্রাম জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় আইজিপি

সুসজ্জিত অশ্বারোহী দল ও বর্ণাঢ্য মটরকেডের মাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশকে (আইজিপি) বার্ষিক ক্রীড়া সমাবেশে বরণ করলো চট্টগ্রাম জেলা পুলিশ।

মঙ্গলবার (২১ মার্চ) চট্টগ্রাম জেলা পুলিশের ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্।

বৃষ্টিস্নাত বিকালে মটরকেড শোভাযাত্রা বেষ্টিত হয়ে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে প্রবেশ করেন আইজিপি। তাকে ফুলেল অভ্যর্থনা জানিয়ে ক্রীড়া ব্যাজ পরিয়ে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্। জেলা পুলিশের একটি চৌকস দল আইজিপিকে গার্ড অব অনার প্রদান করে। এরপর ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নের মধ্য দিয়ে সকলের সহযোগিতায় আমরা দেশে জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছি।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আমরা ভালো কাজ করেছি, এজন্য আত্মতুষ্টিতে ভুগলে হবে না। আগামীতে আরো ভালো কাজ করতে হবে। বঙ্গবন্ধুর ‘জনগণের পুলিশ’ হওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের সেবার মান বাড়াতে হবে।

আইজিপি বলেন, অসহায় মানুষ সেবা পেতে থানায় আসে। থানায় আসা মানুষ যেন তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা পায়, সেজন্য সকল পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে।

পুরস্কার বিতরণ শেষে অতিথিদের সঙ্গে নিয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার কেক কাটেন তিনি।

সন্ধ্যা সাড়ে সাতটায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন শুরু হয়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লাহর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm