চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) গত ডিসেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে নির্বাহী সদস্যপদে যে পাঁচ নতুন মুখের দেখা পেয়েছিল তাদের মধ্যে ছিলেন মো. আব্দুল বাসেত। যার ঝুলন্ত লাশ রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাধীন বক্সিরহাট অফিস থেকে উদ্ধার করেছে পুলিশ।

বক্সিরহাট বদর আউলিয়ার মাজার এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে নিহত মো. আব্দুল বাসেত।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, রাতে বক্সিরহাটে নিজ অফিস থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় বাসেত নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। খুন নাকি আত্মহত্যা তা জানতে তদন্ত চলছে। তাছাড়া তার পরিবার থেকে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের হয়ে জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপ পেয়ে নির্বাহী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আব্দুল বাসেত। এর আগে তার পিতা মৃত আব্দুল হামিদও সিজেকেএস এর কাউন্সিলর এবং নির্বাচিত কোষাধ্যক্ষ।

আরএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm