চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সংস্কারের একটি বিলের অনিয়মের বিষয়ে হাসপাতালটির প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ ফোরকানকে আটকের বিষয়ে চলছে লুকোচুরি।
মঙ্গলবার (২৮ জুন) ফোরকানকে পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি) আটক করেছে—এমন একটি তথ্য বিভিন্ন মহল থেকে শোনা গেলেও পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আটক নয়, হিসাবের অনিয়মের বিষয়ে অভিযোগ করতেই থানায় গিয়েছিল।
তবে নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অনিয়মের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাকে একাধিক সাংবাদিক ঘটনাটির বিষয়টি জানতে ফোন করেছেন। এখনও পর্যন্ত এই বিষয়ে আটক বা কোনো অভিযোগ দায়ের হয়নি।’
এর আগে বিল অনিয়মের বিষয়ে অভিযোগ করতে প্রধান হিসাব রক্ষককে নিয়ে হাসপাতালটির তত্ত্বাবধায়ক পাঁচলাইশ থানায় এসেছিলেন বলে স্বীকার করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিম মজুমদার। তিনি বলেন, ‘হাসপাতালটি কোতয়ালী থানা এলাকায় হলেও তারা প্রথমে পাঁচলাইশ থানাতে আসেন। তবে আমরা তাদের কোতোয়ালী থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দিই। তবে কেউ এখনও আটক হয়নি।
আটকের বিষয়টি মিথ্যা দাবি করলেও বিল সংক্রান্ত গড়মিলের কথাটি স্বীকার করে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মো. সেখ ফজলে রাব্বি বলেন, ‘আমাদের একটি বিলের কাগজ নিয়ে সমস্যা হয়েছে। অ্যাকাউন্টস অফিস পাঁচলাইশ থানা এলাকায় হওয়াতে প্রথমে আমরা পাঁচলাইশ থানায় যাই। এরপর আমরা কোতোয়ালী যাই। আমরা এজন্য এ বিষয়ে থানায় অভিযোগ করব, তদন্ত সাপেক্ষে কন্ট্রাক্টর বা হিসাব রক্ষক কর্মকর্তা—যেই অভিযুক্ত হোক তার বিচার হবে।’
বিএস/ডিজে