s alam cement
আক্রান্ত
৪৫৭০৮
সুস্থ
৩৪৯৫২
মৃত্যু
৪৩৭

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আইসিইউ খালি নেই একটিও

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালেই ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত ছিলেন। অন্য একজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহমেদ তানজিমুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় জেনারেল হাসপাতালে মোট ৫ জন রোগী মারা গেছেন। যাদের ৪ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য একজন কোভিড সাসপেক্টেড ছিলেন। উনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এই মুহুর্তে জেনারেল হাসপাতালে মোট ১০৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন জানিয়ে ডা. তানজিমুল বলেন, আইসিইউতে এই মুহুর্তে একটি শয্যাও খালি নেই। গত কাল একটি আইসিইউ খালি ছিল। যে ৫ জন মারা গেছেন তাদের সকলেই আইসিইউ বেডে ছিলেন। তবে এই মুহুর্তে ১০ টি আইসিইউ শয্যার ১০ টিতেই রোগী আছে।

জেনারেল হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন ১০৪ জন রোগীর মধ্যে করোনা আক্রান্ত ৭২ জন ও সাসপেক্টেড রোগী রয়েছেন ৩২ জন। এদের মধ্যে ৬০ জন পুরুষ ও ৪৪ জন নারী।

Din Mohammed Convention Hall

এআরটি/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm