চট্টগ্রাম জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক মোহাম্মদ ফোরকানকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিপ্তরের এক আদেশে পাঁচদিনের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় পরের দিন থেকে সরাসরি অব্যাহতি পেয়েছেন গণ্য হবে বলে উল্লেখ করা হয়।
এর আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হিসাবরক্ষকের দায়িত্বে থাকা ফোরকানের বিরুদ্ধে ৫ কোটি ৩৭ লাখ ২৫ হাজার টাকার একটি বিল জালিয়াতির অভিযোগ ওঠে। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসনে।
ভুয়া স্বাক্ষরে বিল জালিয়াতির অভিযোগ ওঠার পর মো. ফোরকানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
আইএমই/ডিজে