চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি করেছে নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতাল। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা দিতে এ চুক্তি করা হয়।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় পার্কভিউ হাসপাতালের বোর্ড রুমে চুক্তি অনুষ্ঠিত হয়।
এতে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের পক্ষে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর হোসেন, সহকারী অধ্যাপক মো. ফারুক আজম সিদ্দিকী, কলেজের ভিপি সহকারী অধ্যাপক মো. মাইনুল কাদের, -ভি পি (কলেজ) এন্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল ভিপি সিনিয়র শিক্ষক আলমাস জাহান, প্রশাসনিক কর্মকর্তা মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর হোসেন বলেন, ‘পার্কভিউ হাসপাতাল তার গুণগত মান দিয়ে অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রগতির পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, সেসকল মেধাবী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আশা করি, এ চুক্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, ‘চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ সারাদেশের মধ্যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর একটি। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সমাজের সকলের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার অক্লান্ত চেষ্টা থাকবে আমাদের।’
অনুষ্ঠানে পার্কভিউ হাসপাতালের পক্ষে আরও ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবীর, হেড অফ অপারেশন নাইমুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল মালেক, সিনিয়র অফিসার (আইটি) ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন সাব্বির, এডমিন অফিসার সরফুদ্দিন আহমেদ, মার্কেটিং অফিসার আব্দুস সোবহান, মার্কেটিং অফিসার মশিউর রহমান।