ঘুষ ছাড়া চট্টগ্রাম কাস্টম হাউসে কোনো ফাইলের কাজ হয় না—এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে ঘুষ লেনদেনের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।
দুদক জানায়, বৃহস্পতিবার দুপুরে অভিযানে ঘুষ লেনদেনের বিষয় সরাসরি প্রমাণ করতে না পারলেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে।। অসাধু কর্মকর্তাদের পছন্দসই দালাল চক্রের মাধ্যমে ঘুষ লেনদেন প্রক্রিয়া সম্পাদন হয়।
এছাড়া কাস্টমসের রাসায়নিক ল্যাবের কার্যক্রমেও নানা অসঙ্গতি পরিলক্ষিত হয় এবং দায়িত্বশীল কর্মকর্তাদের সতর্ক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দুদক কর্মকর্তা এনামুল হক বলেন, ‘ঘুষ ছাড়া চট্টগ্রাম কাস্টম হাউজে কোনো ফাইলের কাজ হয় না—এমন একটি অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে ৭, ৫ নম্বর সেকশনসহ বেশ কয়েকটি দপ্তরে গিয়ে ফাইল সংগ্রহ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই ফাইলগুলোর রেকর্ডপত্র যাচাই করে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এমএ/ডিজে