চট্টগ্রাম কারাগারে বন্দীদের বিদ্রোহ, পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল সেনাবাহিনী

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ করেছে বন্দীরা। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টা থেকে বিদ্রোহ শুরু করে বন্দীরা। পরে বিজিবি, সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, কারাগারের বাইরে থেকে কোনো আক্রমণ হয়নি। কারাবন্দীরা নিজস্ব হতাশা বোধ থেকে বিদ্রোহের চেষ্টা করেছে। তারা সেল থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল।

তিনি আরো বলেন, অনেকেই জামিনে বেরিয়ে গেছে, তারা কেন পারছেন না। এ হতাশাবোধ বন্দীদের মাঝে কাজ করছে। কিন্তু সেটাতো আইনী প্রক্রিয়া। আমরা বন্দিদের কাউন্সিলের চেষ্টা করছি। বিদ্রোহ দমনে ফাঁকা গুলি করা হয়েছে। খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনী এসেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

শফিকুল ইসলাম আরও বলেন, আমরা কারাগারের ষ্টাফদের ডিউটি বাড়িয়ে দিয়েছি। দিনরাত তারা কাজ করে যাচ্ছে।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm