চট্টগ্রাম কারাগারের ৫ কারারক্ষী বরখাস্ত, ৯ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা

৭ মাসে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীসহ ১৪ জনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি দেওয়া হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কারা অধিদপ্তর তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের এসব শাস্তি দিয়েছে। এর মধ্যে সাময়িক বরখাস্ত রয়েছেন ১ জন সহ-প্রধান কারারক্ষী ও কারারক্ষী ৪ জন। বিভাগীয় মামলা চলমান রয়েছে অপর ৯ জনের বিরুদ্ধে।

সবাইকে জবাবদিহি ও স্বচ্ছতার মধ্যে আনতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদ হাসান জুয়েল।

মো. মাসুদ হাসান জুয়েল জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বচ্ছতার সঙ্গে কারবন্দিদের প্রতি দায়িত্ব পালন করতে কারারক্ষীদের সবসময় সতর্ক করা হচ্ছে। বর্তমান সময়ে কারাগারের যেকোস স্টাফের বিরুদ্ধে যেকোনো অভিযোগ আসলে তা আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, বন্দী ব্যবস্থাপনার মান উন্নয়নে দেশের অন্যান্য কারাগারের মত চট্টগ্রাম কারাগারেও আধুনিক প্রযুক্তিনির্ভর নানামুখি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—দেশব্যাপী বন্দী সংক্রান্ত যেকোনো তথ্য সংগ্রহের জন্য হটলাইন চালু করা। বন্দীদের সাক্ষাৎকারে ভোগান্তি কমানোর জন্য ডিজিটাল ভিজিটর ম্যানেজমেন্ট চালু করা। অভ্যন্তরীণ বন্দি ব্যবস্থাপনা সহজীকরণের লক্ষ্যে বন্দি ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করা হয়েছে। যাতে পিসি ক্যাশ, টেলিফোন কথোপকথন, ক্যান্টিন ম্যানেজমেন্ট এবং বন্দিদের চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত থাকবে এবং ধাপে ধাপে তা আরএফ আইডির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm