চট্টগ্রাম কাঁপলো ৫.৫ মাত্রার ভূমিকম্পে

চট্টগ্রাম ও ঢাকা ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া এই ভূমিকম্প অনুভূত হয়েছে ভারত ও মিয়ানমারেও।

সোমবার (১৪ আগস্ট) রাতে এই ভূমিকম্পের এই ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ইউএসজিএস বলছে, ভারতের আসামের করিমগঞ্জ জেলা থেকে ১৮.২ কিলোমিটার উত্তরপশ্চিমে, সিলেট থেকে ৩৫.৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে, আসামের বদরপুর থেকে ৪০ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং সিলেটের ছাতক থেকে ৫৫.৭ কিলোমিটার পূর্ব দিকে এই ভূমিকম্পের উৎপত্তি।

অন্যদিকে গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যাল্যার্টস সিস্টেম বলছে, বাংলাদেশের সিলেটের কানাইঘাট উপজেলার ৪ কিলোমিটার দূরে ভারত সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm