চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক মুজাহিদুল ইসলাম

চট্টগ্রাম কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের সরকারি কলেজ শাখা-২ এর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ দেয় সরকার।

এর আগে অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী কলেজটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সম্প্রতি কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী অবসরে গেলে অধক্ষ্যের পদটি খালি হয়।

উল্লেখ্য, অধ্যক্ষ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসিন চৌধুরী’র ছোট ভাই।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm