চট্টগ্রাম ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহারের দাবি

চট্টগ্রাম ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রাম গণ অধিকার ফোরাম নামের একটি সংগঠন। এ দাবিতে বুধবার (২৩ অক্টোবর) সকালে পাঁচলাইশ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় সচেতন করার লক্ষ্যে ওয়াসার গ্রাহকদের মাঝে লিফলেট বিতরণ করেছেন সংগঠনটি।

এর আগে শুলকবহরে আয়োজিত এক গ্রাহক সমাবেশে ফোরামের উপদেষ্টা এরশাদ উল্লাহ বলেন, ‘পানির দাম বাড়িয়ে ৬০ লাখ নগরবাসীকে জনদুর্ভোগে ঠেলে দিবেন না। ইতিপূর্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ফলে অধিকাংশ গ্রাহক বিপাকে পড়েছে। আবার নতুন করে দাম বাড়ানো হলে মানুষের স্বাভাবিক জীবনযাপন ও চলার গতি বন্ধ হয়ে যাবে। জনগণের সাথে আলাপ-আলোচনা ও গণশুনানি না করে এভাবে দাম বাড়ানোর এখতিয়ার সেবা সংস্থার নাই।’

সমাবেশে ফোরামের মহাসচিব এমএ হাশেম রাজু বলেন, ‘ওয়াসা কর্তৃপক্ষ জনগণের সাথে আলোচনা ছাড়াই পানির মূল্য বৃদ্ধির যে প্রস্তাবনা ক্যাবিনেটে পাঠিয়েছেন; তা অনতিবিলম্বে প্রত্যাহার করুন। অন্যথায় নগরবাসীকে নিয়ে ওয়াসার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আরইউ চৌধুরী শাহীন, যুগ্মা মহাসচিব জাফর আহম্মেদ, সাবেক ছাত্রনেতা সোলায়মান বাদশা, সহকারী মহাসচিব মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ ওমর ফারুক, মহাসচিব মোহাম্মদ আলমগীর, গণ-অধিকার ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ রিদওয়ান আলী, সহ-সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!