চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য হলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর জাবেদ

চট্টগ্রাম নগরীর ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ এবং সংরক্ষিত আসন-১২ এর মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ আফরোজা জহরকে (আফরোজা কালাম) চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সদস্য পদে নিয়োগ করা হয়েছে।

সোমবার (২৬ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আকবর হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৬(১) ও ৬(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মোহাম্মদ জাবেদ চট্টগ্রাম ওয়াসা বোর্ডের পূর্বতন সদস্য নাজমুল হক ডিউকের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপন জারির একইদিন থেকে এই আদেশ কার্যকর হবে।

২৩ নস্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ওয়াসার যে সকল সমস্যা আছে তা আলোচনার মাধ্যমে সমাধান করব। নগরীর প্রতিটি অলিগলিতে যেন পানি পাওয়া যায় সেই ব্যবস্থা করব।’

তিনি সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘জাইকার যেসব প্রকল্প আছে সেসবের অনেক জায়গায় পানি পাচ্ছে, আবার অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। যেমন খুলশী এলাকায় পানি পাওয়া যায় না, এমন আরও অনেক এলাকা আছে যেখানে পানি পাওয়া যায় না। এলাকাগুলো শনাক্ত করে আলোচনা সাপেক্ষে পানি পাওয়ার মত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘চলমান স্লুইচগেটের ওয়াসার পাইপ লাইনের কাজের কারণে যেসব এলাকায় চলমান রয়েছে। সেসব এলাকায় যাতায়াতে বেশ সমস্যা হচ্ছে। রাস্তাগুলো সংস্কার করে সাধারণ মানুষের ভোগান্তি নিরসনের জন্য আলোচনা করে কাজ করব।’

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm