নিয়োগে অনিয়ম এবং বিভিন্ন প্রকল্পের আর্থিক দুর্নীতির তদন্তে চট্টগ্রাম ওয়াসার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে দুদক কর্মকর্তারা। এসব যাচাই-বাছাই করে নেওয়া হবে ব্যবস্থা।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে দুদকের উপ-পরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়।
দুদকের উপ-পরিচালক ফখরুল ইসলাম বলেন, চট্টগ্রাম ওয়াসার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির ছিল। সদ্য ওয়াসার পাম্প অপারেটর নিয়োগ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে সবকিছু যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, চট্টগ্রাম ওয়াসায় ঠিকাদার নিয়োগ কীভাবে হয়, খবর নেওয়ার জন্য দুদকের একটি টিম এসেছিল।
আরএ/ডিজে