চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরবাইক দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু

দেশের দ্বিতীয় দীর্ঘতম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২ টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজারমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটি প্রথম সড়ক দুর্ঘটনা, যাতে প্রাণহানী হলো।

নিহতরা হলেন, চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)।

জানা গেছে, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজারমুখি লেনে দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা খেলে দুই আরোহীর একজন ছিটকে পড়ে রাস্তায়, আরেকজন খুঁটিত আটকে যায়। ২
দুজনই ঘটনাস্থলে মারা গেছেন।

পরে পুলিশ ও অন্য মোটরবাইকরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখান বাজারমুখি লেনে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলে দুজনই মারা গেছেন। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা করা হচ্ছে।

আরএ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm