চট্টগ্রাম এডভোকেটস ক্লার্ক এসোসিয়েশনের সভাপতি শামসুল, সম্পাদক রিপন

চট্টগ্রাম এডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে শামসুল ইসলাম সভাপতি ও সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তত্ত্বাবধানে সমিতির অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫৭৮ জন সদস্য ভোট দেন।

নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবদুল আলীম। এছাড়া ইতোপূর্বে হিসাব নিরীক্ষক পদে পলাশ কান্তি দত্ত, অর্থ সম্পাদক এবিএম ইমরানুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন, প্রচার সম্পাদক রকি চৌধুরী, বিনোদন ও আপ্যায়ন সম্পাদক সুজন দেবনাথ, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদেহোসেন আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া নির্বাহী সদস্য পদে যথাক্রমে মো. আল-আমিন, সমীরণ চক্রবর্ত্তী, আবদুর রহীম, মো. শহীদুল ইসলাম, মো. আলী আকবর, তপু মহাজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

এছাড়া সার্বিক সহযোগিতা করেন সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সমিতির সহসাধারণ সম্পাদক মো. কাশেম কামাল, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী (জুয়েল), পাঠাগার সম্পাদক আহমেদ কবির (করিম), সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজৎ ঘোষ এবং নির্বাহী সদস্য যথাক্রমে আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী (রায়হান), শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নী ও আয়শা আকতার সানজি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm