চট্টগ্রাম উত্তর-দক্ষিণে যুবলীগের সাংগঠনিক দায়িত্বে শেখ নাঈম, সঙ্গে সোহাগ ও চপল

৫৫ বছরের বেশি বয়স হলে যুবলীগ করা যাবে না

ঢাকার মতো চট্টগ্রামকেও উত্তর ও দক্ষিণ বিভাগে ভাগ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।

চট্টগ্রাম ছাড়াও দেশের অন্য বিভাগগুলোতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। নয়টি সাংগঠনিক বিভাগের জন্য নয় জন সাংগঠনিক সম্পাদকদের মাঝে দায়িত্ব বণ্টন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদকদের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দুটি করে বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এছাড়া পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের বয়সসীমা ৫৫ বছর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ বিভাগে কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ।

অন্যদিকে চট্টগ্রাম উত্তর বিভাগে এই সাংগঠনিক দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈম এবং সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।

এর আগে মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস পরবর্তীতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর যুবলীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের প্রেসিডিয়াম সদস্যদের প্রথম সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সাংগঠনিক দায়িত্ব বণ্টন করার সিদ্ধান্ত হয়। এতে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্বপ্রাপ্ত বিভাগগুলো হল—

চট্টগ্রাম দক্ষিণ বিভাগ: যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ।
চট্টগ্রাম উত্তর বিভাগ: যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।
ঢাকা উত্তর বিভাগ: যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু।
ঢাকা দক্ষিণ বিভাগ: যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল।
বরিশাল বিভাগ: যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম।
রাজশাহী বিভাগ: যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন।
রংপুর বিভাগ: যুগ্ম সাধারণ সম্পাদক মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ।
খুলনা বিভাগ: যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ।
সিলেট বিভাগ: যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!