ফেনসিডিল ভর্তি একটি পিকআপ চট্টগ্রাম আসার পথে ফেনীতে আটকিয়ে মাদক পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন ফেনী সদরের মিজানুর রহমানের ছেলে জীবন ও নজরুল ইসলামের ছেলে রিয়াদুল হক মাসুদ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আটটায় র্যাব-৭ এর সহকারী পরিচালক মাহমুদুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বুধবার দিবাগত রাত তিনটায় মাদক পরিবহনের দায়ে ফেনীতে দুই ব্যক্তিকে আমাদের একটি টহল টিম গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞসাবাদে স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লাখ ৯৯ হাজার টাকা। এছাড়া জব্দকৃত পিকআপের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এফএম/এএইচ