চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় মানুষের ঢল নেমেছে। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম আদালত চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ জানাজায় আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
হত্যাকাণ্ডের শিকা এই আইনজীবীর জানাজায় অংশ নেন উপদেষ্টা হাসান আরিফ, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ, খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা শাহজাহান, বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী, এরশাদ উল্লাহ প্রমুখ।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান সবাই।
আরএ/এমএহক