চট্টগ্রাম আদালতে সংঘর্ষের মামলায় ৬৫ হিন্দু আইনজীবীর জামিন

কঠোর নিরাপত্তার চাদরে আদালত

চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন বাতিলকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৬৫ হিন্দু আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। জামিন শুনানিতে সকাল থেকেই কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল আদালত ভবন।

সোমবার (১৩ জানুয়ারি) আইনজীবীরা চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে জামিন মঞ্জুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।

গত ২৭ নভেম্বর চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালী থানায় তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০-৭০০ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩০০-৪০০ জন এবং কোতোয়ালী মোড়ে সংঘর্ষের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm