চট্টগ্রামের আদালতপাড়ায় পুলিশের ওপর হামলা মামলার আট আসামিকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আসামিরা হলেন—সুমন দাস, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাশ, সৌরভ দাশ, সাকিবুল আলম, আহমদ হোসেন ও মো. রাকিব।
চট্টগ্রাম আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মোট তিনটি মামলা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তার আটজনের সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। আদালত আসামিদের উপস্থিতি শুনানি শেষে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৬ নভেম্বর সনাতনী সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর অনুসারীদের।
আইএমই/ডিজে