চট্টগ্রাম আদালতে টানা দ্বিতীয় দিনেও কর্মবিরতি চলছে

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করছে জেলা আইনজীবী সমিতি।

আইনজীবীদের কর্মসূচির কারনে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে আদালতে সকল ধরনের কার্যক্রম বন্ধ আছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আমাদের সহকর্মীকে ইসকন সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এর প্রতিবাদে আজ দ্বিতীয় দিনেও কর্মবিরতির চলছে। পাশাপাশি আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করছে জেলা আইনজীবী সমিতি।

এর আগে বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আদালত বর্জনে সিদ্ধান্তের কথা জানানো হয়।

একই সঙ্গে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ, আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আইনজীবী সমিতি।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm