চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের নেতৃত্বে কিশোর—নিখিল, সমন্বয়কারী বিবেক

চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ নতুন কমিটি গঠিত হয়েছে। দু’বছরের জন্য কমিটিতে সভাপতি করা হয় অ্যাডভোকেট তরুণ কিশোর দেবকে। সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট নিখিল কুমার নাথ ও সমন্বয়কারী নির্বাচিত হন অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী।

রোববার (৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

অ্যাডভোকেট সমীর দাশগুপ্তের সভাপতিত্বে ও সমন্বয়কারী অ্যাডভোকেট রুপম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিজয়ার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ধৃতিমান আইচ।

পরে দ্বিতীয় অধিবেশনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সঞ্জীবন চৌধুরীকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শংকর প্রসাদ দে, অ্যাডভোকেট পরিমল বসাক, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও অ্যাডভোকেট অনুপম চক্রবর্তীকে সদস্য করে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

সনাতনী আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে অ্যাডভোকেট তরুণ কিশোর দেব সভাপতি, অ্যাডভোকেট নিখিল কুমার নাথ সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী সমন্বয়কারী নির্বাচিত হন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm