চট্টগ্রামে ৮ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ২০ ফেব্রুয়ারি

চট্টগ্রামের ১৫ উপজেলার ৮ লাখ ৪ হাজার ৫৬৪ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। আগামী ২০ ফেব্রুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ক্যাম্পেইনে ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। এতে ৬ থেকে ১১ মাস বছর বয়সী ৯১ হাজার ৯১৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ১২ হাজার ৬৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ‘আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী এই কার্যক্রম চলবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এমওডিসি ডা. নুরুল হায়দার, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm