চট্টগ্রামে ৬ লাখ শিশুর মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেবে সিটি কর্পোরেশন
চট্টগ্রাম নগরীতে আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। কম্পেইনে প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৯ জুন) চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে চসিকের জোন ও ওয়ার্ড পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী, এনজিও এবং স্বেচ্ছোসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হয়েছে। তারা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চারদিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবেন। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।’
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘৪১টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ, ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৫ লাখ শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’
কোনো শিশু যাতে বাদ না যায় সে ব্যাপারের জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়ার্ড কাউন্সিলর আবদুল সালাম মাসুমে বলেন, ‘আগামী রোববার সকাল ৯টায় কাপাসগোলা নাজমিয়ে ডেমোরিয়াল দাতব্য চিকিৎসালয়ে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।’
আরএম/ডিজে