চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আরও ৬ জনের করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হল মঙ্গলবার (৩১ মার্চ)। এই ৬ জনের নমুনা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল, যাদের কারও মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি বলেই জানিয়েছে বিআইটিআইডি।
বিআইটিআইডির মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাকিল আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মঙ্গলবার (৩১ মার্চ) ৬টি পরীক্ষার ফলাফল ঢাকায় পাঠিয়েছি। বিকেল ৩টার দিকে এসব পরীক্ষার ফলাফল ঢাকায় পাঠিয়েছি আমরা। এই ৬ জনের নমুনা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল।’
এদিকে মঙ্গলবার নতুন করে আরও ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে চট্টগ্রামে। ডাক্তার শাকিল বলেন, ‘আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৫টি নমুনা সংগ্রহ করেছি আমরা। আরও নমুনা সংগ্রহ হতে পারে। এখন পর্যন্ত আমরা ৩ জনের নমুনা সংগ্রহ করেছি।’
জানা গেছে, সংগৃহীত ৫ নমুনার মধ্যে ৪ জন চট্টগ্রাম মহানগরের আর একটি নমুনা নেওয়া হয়েছে রাউজান থেকে।
আজ যে ৬ জনের নমুনার পরীক্ষার ফল পাওয়া গেছে তাদের কারও মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বী। চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘৬টি টেস্টের ফলাফল ঢাকায় পাঠানো হলো আজ। এখানেও কারও মধ্যে করোনার সংক্রমণ নাই। সবমিলিয়ে চট্টগ্রামে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে হয়েছে আজ পর্যন্ত। এদের সবারই রেজাল্ট নেগেটিভ।’
সিপি