চট্টগ্রামে ৪ সিএনজিসহ ২ চোর আটক

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশা উদ্ধার করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকা তাদের আটক করা হয়।

আটকরা হলেন বায়েজিদ বোস্তামী এলাকার মৃত গুরু মিয়ার ছেলে মো. বাবলু মিয়া (৩০) ও ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুর রহিম সর্দারের ছেলে মো. আজাদ হোসেন (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে নগর (পশ্চিম) গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. সামীম কবীর বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, একটি চোরচক্র সিএনজি ছিনতাই করে বেড়াত। সেই খবরের ভিত্তিতেই চোরচক্রের দু’জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশা উদ্ধার করা হয়।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm