চট্টগ্রামে ৪ ল্যাবে ৫৮ করোনা শনাক্ত, নমুনা পরীক্ষা হয়নি ৩টিতে

চট্টগ্রামের চারটি সরকারি ও দুটি বেসরকারি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলিয়ে প্রায় প্রতিদিন সাতটি ল্যাবে চট্টগ্রাম জেলার করোনার নমুনা পরীক্ষা হয়ে থাকে। কিন্তু গত ২৪ ঘণ্টায় এর মধ্যে শুধুমাত্র চট্টগ্রামের চারটি সরকারি ল্যাবেই অনুষ্ঠিত হয় করোনার নমুনা পরীক্ষা। চট্টগ্রামের বেসরকারি শেভরন ও ইম্পেরিয়াল এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সোমবার (৩১ আগস্ট) নমুনা পরীক্ষা হয়নি। চারটি ল্যাবে ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুনভাবে শনাক্ত হয়েছেন ৫৮ জন।

অন্যদিকে, টানা তৃতীয় দিনের মতো পাওয়া যায়নি সুস্থতার কোন তথ্য। তবে এদিন করোনায় মারা গেছেন উপজেলার একজন রোগী।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৭ হাজার ১১০ জন। যাদের মধ্যে নগরের ১২ হাজার ১৯৮ জন এবং উপজেলার চার হাজার ৯১২ জন। এদের মধ্যে করোনায় কেড়ে নিয়েছে ২৭২ জনকে, যাদের মধ্যে ১৮৯ জন নগরের এবং ৮৩ জন উপজেলার। অন্যদিকে, এদিন আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার নতুন কোন তথ্য না পাওয়ায় সেটি আগেরদিনের চার হাজার ৯০ জনেই স্থির আছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ছয়টি ল্যাব ও কক্সবাজারের একটি ল্যাবের মধ্যে চট্টগ্রামের চারটি ল্যাবে ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে নগরের ৫১ জন এবং উপজেলার ৭ জন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয় এবং সুস্থতার কোন তথ্য পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ দিনের সর্বাধিক ৩০১ জনের নমুনা পরীক্ষা করোনা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় দিনের সর্বোচ্চ ২৩ জনের দেহে। এদের সবাই নগরের বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে ২১ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়। এদের মধ্যে নগরের ২০ জন এবং ১ জন উপজেলার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪ ঘণ্টায় ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়। যাদের ৭ জনই নগরের এবং ১ জন উপজেলার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪ ঘণ্টায় ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়। যাদের ১ জন নগরের এবং ৫ জন উপজেলার।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল, চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনার পরীক্ষাগার শেভরণ ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় কোন নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলা পর্যায়ে নতুনভাবে করোনা শনাক্ত ৭ জন সবাই হাটাহাজারী উপজেলার।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm