চট্টগ্রাম নগরের বিআরটিএ অফিসের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করার পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে জামান।
আটক ৪ দালালের মধ্যে ২ জনকে ১ মাসের, একজনকে ২ মাসের ও একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজা পাওয়া দালালরা হলেন পটিয়ার কোলগাঁও এলাকার টুংকু সরকারের ছেলে শান্ত সরকার, কালাপানিয়া এলাকার মো. আবদুল মান্নানের ছেলে মো. মোস্তফা (৬০), নহিরা হিকাইন এলাকার প্রদীপ নাথের ছেলে সাগর নাথ (২৬) ও হাটহাজারী বড়দিঘীরপাড় এলাকার মো. ইলিয়াসের ছেলে মো. দিদারুল আলম।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান বলেন, বিআরটিএতে সেবা নিতে আসা মানুষকে হয়রানি রোধে বিভিন্ন সময় দালালদের ধরতে অভিযান চালানো হয়। আজকের অভিযানে ৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিএম/এএইচ