চট্টগ্রামে ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা মিছিলের ৫২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা গেছে, আনুমানিক ১৩ জন ছাত্রলীগ নেতাকর্মী নগরীর ডবলমুরিংয়ের পাঠানটুলি সড়কে হেঁটে মিছিলে স্লোগান দিচ্ছে। ভিডিও নিচে দেখা গেছে, মিছিলটি শনিবার সকাল ৭টা ২১ মিনিটে করা হয়েছে।
ভিডিওতে আরও দেখা গেছে, মিছিলে মাস্ক ও হেলমেট পড়ে ঝটিকা মিছিল করছে ১৫ জনের একটি গ্রুপ। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে,’ ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি,’ ‘আমরা কারা তোমরা কারা, শেখ হাসিনা শেখ হাসিনা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এর আগে ৩০ জানুয়ারি নগরীর জিইসি এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের করে ছাত্রলীগ। সেই মিছিলে অংশ নেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ওই এলাকায় দায়িত্বে থাকা খুলশী থানার এসআই হৃদয় মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম জানান, একটি ভিডিওতে ১৪-১৫ জনকে আওয়ামী লীগের দলীয় স্লোগান দিতে দেখা গেছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পাঠানটুলী এলাকা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি।
আরএ/ডিজে