চট্টগ্রামে ৩ শতাধিক শিক্ষার্থী পেল পুলিশ কমিশনারের শীত উপহার

চট্টগ্রামের পটিয়ার তিন শতাধিক স্কুল শিক্ষার্থী উপহার পেল শীতবস্ত্র।

চট্টগ্রামে ৩ শতাধিক শিক্ষার্থী পেল পুলিশ কমিশনারের শীত উপহার 1

সোমবার (১৬ জানুয়ারি) সকালে পটিয়া উপজেলার কচুয়াই সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ উপহার তুলে দেওয়া হয়।

চট্টগ্রামে ৩ শতাধিক শিক্ষার্থী পেল পুলিশ কমিশনারের শীত উপহার 2

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা দত্ত, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসীম এ উপহার তুলে দেন।

বক্তারা এ সময় বলেন, শীতবস্ত্র পাওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসতে আরও উৎসাহিত হবে। পড়াশোনা য় আনন্দ পাবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরীর সহযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়ের পক্ষে কোমলমতি শিশুদের এ উপহার দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩২৬ জন শিক্ষার্থীকে এ উপহার দেওয়া হয়। উপহার পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

পরিচালনা কমিটির সভাপতি ও পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শিক্ষার্থীদের অভিভাবকরা। 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm