চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখ ও ঈদ ফেস্ট। মেলায় দেশি-বিদেশি জামা-কাপড় থেকে শুরু করে কসমেটিক্স ও জুয়েলারির বিভিন্ন স্টল থাকবে।
Hi5 এবং Anny Gupta শিরোনামে বৃহস্পতিবার (৬ মার্চ) শুরু হওয়া এ মেলা চলবে ৮ মার্চ (শনিবার) পর্যন্ত।
চট্টগ্রাম নগরীর সাব এরিয়া এলাকার খান কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলার আয়োজক হিসেবে আছেন সুপ্তী সেন মহাজন ও অ্যানি গুপ্তা।
আয়োজকরা জানান, মেলায় দেশি-বিদেশি জামা-কাপড়, থ্রিপিস, শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট, কসমেটিক্স, জুয়েলারি, ব্যাগ, ক্যানভাস, শতরঞ্জি, খাবারের দোকানসহ হরেক রকমের বাহারী পণ্যের বিপুল সমাহার থাকবে প্রায় ৩৫টি স্টলে। মেলায় প্রবেশে লাগবে না কোনো টিকিট।
মেলার আয়োজক ও Hi5 এর অ্যাডমিন অ্যানি গুপ্তা বলেন, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ—এই দুই উৎসব উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। যাতে এক ছাদের নিচে ক্রেতারা প্রয়োজনীয় সবকিছু ঝামেলা ছাড়াই কেনাকাটা করতে পারে সাধ ও সাধ্যের মধ্যেই।
তিনি বলেন, ’মেলায় প্রবেশ উন্মুক্ত। মেলায় মোট ৩৫টি স্টল থাকবে। মেলা চলবে ৩ দিন।’ মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের আসার অনুরোধ জানান তিনি।