চট্টগ্রামে ৩৫ মামলার আসামি গ্রেপ্তার

একটি দুটি নয়, ৩৫টি মামলা কাঁধে নিয়েও চালাচ্ছিলেন চাঁদাবাজি, দখলবাজিসহ নানান কর্মকান্ড। অবশেষে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় পুলিশের খাতায় ‘শীর্ষ সন্ত্রাসী’ পাওয়া সবুজ (৩৫) ওরফে বার্মা সবুজকে।

চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকের ৩৫টিরও বেশি মামলা রয়েছে এই সবুজের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি জানানো হয়। বার্মা সবুজকে ধরতে বায়েজিদ থানা ও মহানগর ডিবির (উত্তর-দক্ষিণ) সমন্বয়ে একটি যৌথ টিম গঠন করা হয়।

পরবর্তীতে সোমবার বিকালে নগরীর কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় সবুজকে।

গ্রেপ্তার সবুজ বায়েজিদ থানা এলাকার বার্মা কলোনীর নুরুল আমিন কসাইয়ের ছেলে।

তিন ভাইয়ের সিন্ডিকেট

সবুজ, সাইফুল ও ফাহিম। এই তিন যুবক আপন তিন ভাই। যদিও সবার নামের আগে বার্মা যুক্ত হয়েছে। তাই প্রত্যকে এলাকায় বার্মা সবুজ, বার্মা সাইফুল নামে পরিচিত। আর এই তিন ভাইয়ের সিন্ডিকেটে চলে বায়েজিদসহ আশে পাশের এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ নানান অপরাধ।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, সবুজ-সাইফুল-ফাহিম এই তিন ভাইয়ের চাঁদাবাজি ও তাদের গড়ে তোলা সন্ত্রাসী বাহিনীর অত্যচারে বায়েজিদ-পাঁচলাইশ-খুলশীসহ নগরীর বিভিন্ন থানার মানুষ অতিষ্ঠ। এসব এলাকায় জমি দখল-বেদখল, চাঁদাবাজি, লুটপাট সবকিছুরই নিয়ন্ত্রণ করে থাকে এই তিন ভাই।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm