চট্টগ্রামে ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলো ফল ব্যবসায়ী সমিতি

রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে চান্দগাঁও থানা যুবলীগের সংগঠক মোহাম্মদ সোহেল।

মঙ্গলবার (২১ মার্চ) বিকালে বহদ্দারহাট এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বহদ্দারহাট একতা ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় ও চান্দগাঁও থানা যুবলীগের সংগঠক মোহাম্মদ সোহেলের উদ্যাগে দেওয়া এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ছোলা, চিনি, সেমাই, নুডলস, আলু, পেঁয়াজ, চিড়া, তেল।

s alam president – mobile

এতে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিল এসরারুল হক এসরাল।

এই সময় আরও উপস্থিত ছিলেন বহদ্দারহাট একতা ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, চান্দগাঁও থানা সেচ্ছাসেবক লীগ সংগঠক মোহাম্মদ মন্টু, মোহাম্মদ হাসান, পাঁচলাইশ থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মীর জিহান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চান্দগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম, সিফাত, রিদয়, শাকিল, মহিউদ্দিন, রুবেল, সুজন, অন্তর।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!