চট্টগ্রামে ২ সাংবাদিককে লাঞ্ছনা, কেন্দ্র দখল করে নৌকায় হচ্ছিল জালভোট

চট্টগ্রামে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারার ঘটনা ঘটেছে। এই ঘটনার ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছে দুই সাংবাদিক। এ সময় তাদের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেয় নৌকার সমর্থকরা।

রোববার (৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলার ১ নম্বর বুথ কক্ষে এ ঘটনা ঘটে। পরে দুই সাংবাদিকের মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয় সন্ধ্যায়।

হেনস্তার শিকার দুই সাংবাদিক হলেন কালবেলার প্রতিবেদক আদর শর্মা ও প্রথম আলোর প্রতিনিধি মোশাররফ শাহ।

কালবেলার প্রতিবেদক আদর শর্মা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা নির্বাচন পর্যবেক্ষণের সময় নগরীর ১০ আসনের নাছিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখি, ভবনের দ্বিতীয় তলায় ১ নম্বর বুথ কক্ষে দরজা বন্ধ করে ব্যালটে সিল মারছিলেন নৌকার একজন সমর্থক। এ ঘটনার ছবি তুলতে গেলে আমাদের মুঠোফোন ছিনিয়ে নেয় তারা। এরপর ধারণ করা ভিডিও এবং ছবি মুছে ফেলা হয়। নৌকার সমর্থকরা প্রথম আলোর প্রতিনিধিকে কিল-ঘুষি মারতে থাকেন।’

জানা গেছে, কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া ও মোশাররফকে মারধর করা লোকজন খুলশী থানা ছাত্রলীগের নেতাকর্মী। তাদের মধ্যে একজন নিজেকে খুলশী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার নামে পরিচয় দেন। বিষয়টি জানান ভুক্তভোগী দুই সাংবাদিক।

এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাজীব দাশ বলেন, ‘আমি কক্ষের বাইরে ছিলাম। তাই বিষয়টি তাৎক্ষণিক জানতে পারেন নি। পরে কক্ষে ঢুকে বহিরাগতদের বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিই।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm