চট্টগ্রামে ২৯ হাজার ছুঁই ছুঁই করোনা রোগী, নতুন শনাক্ত ১৪৩

0

স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি অনীহা চট্টগ্রামের করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। গত কয়েকদিন করোনা শনাক্ত কমতির দিকে থাকলেও ২৪ ঘণ্টার ব্যবধানে সেটি আবারও বেড়ে গেছে। নতুনভাবে করোনার জীবাণু পাওয়া গেল ১৪৩ জনের শরীরে। এদের মধ্যে ১৩০ জনই নগরের, বাকি ১৩ জন বিভিন্ন উপজেলার। একই সময়ে করোনা কেড়ে নিয়েছে আরও একজনের প্রাণ।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৮ হাজার ৯১০ জন। এদের মধ্যে ২২ হাজার ২২৮ জন নগরের ও ৬ হাজার ৬৬২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৪৪ জন, যাদের ২৪৭ জন নগরের এবং ৯৭ জন উপজেলার। অন্যদিকে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৪১১ জন।

সোমবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

s alam president – mobile

তিনি গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে জানান, ‘২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি সাতটি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৫৫২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৪৩ জনের দেহে। এদের মধ্যে ১৩০ জন নগরের এবং ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে’

সিভিল সার্জনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ ৭০৪ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে করোনা শনাক্ত হয় ২৮ জনের দেহে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

Yakub Group

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় ৩১ জনের দেহে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে করোনা শনাক্ত হয়েছেন ৩১ জন।

নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় কোন নমুনা পরীক্ষা করানো হয়নি।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে সর্বশেষ যুক্ত হওয়া করোনার আরেকটি পরীক্ষাগার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬৯ জনের নমুনা পরীক্ষা করা হলেও সেগুলোতে নেগেটিভ আসে।

অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতেও (আরটিআরএল) ২৪ ঘণ্টায় ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৩ জনের ব্যাপারে বিস্তারিত তথ্য সিভিল সার্জনের দেয়া রিপোর্টে ছিল না।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!