চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৫১৮ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

দুবাই থেকে আবার এলো তিনটি ফ্লাইট

গত ২৪ ঘন্টায় দুবাই থেকে তিনটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে এসেছেন ৫১৮ জন প্রবাসী। যাদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে গেলেন মোট ৬২০ জন প্রবাসী।

শুক্রবার (২০ মার্চ) এ বিষয়ে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দুবাই থেকে তিনটি ফ্লাইটে চট্টগ্রামে এসেছেন ৫১৮ জন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এ পর্যন্ত ৬২০ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আমরা সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং মনিটরিং করছি। এখনও পর্যন্ত সবার পরিস্থিতি স্বাভাবিক। কারও কোনো উপসর্গ দেখা দেয়নি। তাই চট্টগ্রামে আইসোলেশনে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে কেউ নেই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আছে। যেহেতু এখনও কোনো পজিটিভ রোগী শনাক্ত হয়নি তাই এসবের ব্যবহার হয়নি। ভালো খবর খুব তাড়াতাড়ি করোনাভাইরাস শনাক্তকরণ কিট চট্টগ্রামে চলে আসবে।’

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!