চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১১ জন। তবে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।
রোববার (৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৫ জন রোগী।
এই বছর এখনও পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫৯ জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ২৯৫ জন।
আইএমই/ডিজে