চট্টগ্রামে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। এনিয়ে চলতি মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জন।
সোমবার (৩০ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোন শনাক্ত হয়েছে ১০ জনের। আক্রান্তদের মধ্যে ১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১ জন ন্যাশনাল হাসপাতালে, ৭ জন শেভরণে ও ১ জন এপিক হেলথ কেয়ারে শনাক্ত হয়।
এদিকে চলতি মাসে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের।
ডিজে