চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত চার দিনে এ সংখ্যা দাঁড়য়েছে ৮৮ জনে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন—কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো. ছালামত আলী চৌধুরী (৭০), আলমগীর মিয়া (৩২), মো. আলাউদ্দিন (৩৮), সাব্বির হোসেন মণ্ডল (৪৬), আরফান উদ্দিন (৩৩), রহিম উদ্দিন রাজিব (২৭), মো. সাজ্জাদ হোসেন রিয়াজ (২৭), মুহাম্মদ আরিফ সিকদার ওরফে মুন্না (৩৩), মো. রনি (৩৯), মো. শামীম (২৮), মো. শাহজাহান ওরফে সাজু (৪০), মো. জাকির হোসেন (২২), মো. শরিফ উদ্দিন (২২), মো. নুরুল ইসলাম (৫৬), মো. নুরুল আলম (৫৫), আবু আহাম্মেদ (৫৭), মো. আসিফুর রহমান ওরফে আসিফ (৩৮), আব্দুল মালেক সওদাগর (৫৫), মাহফুজুর রহমান ওরফে সুজন (২৭), মিরাজ উদ্দিন ওরফে রবিন (২৪), মো. পারভেজ(২৭), মুনতাসির আবছার ওরফে রিফাত (২৩), মো. নুরুল জামান (২৩), মো. ইবনে মিজান ওরফে রুবেল (৪৫)।

আরও গ্রেপ্তার হয়েছেন—তুহিন মুরাদ (৩২), মো. জাহিদুল ইসলাম (৩৮), মো. ইশতিয়াক মুন্না (৩৫), মো. ইলিয়াছ (৫১), মো. আব্দুল মমিন আনজুম (২৭), মো. আব্দুল আলী ওরফে কালু, মো. ওয়াহিদ (২৭), মো. মোজাম্মেল তারেক (২৪), সৈয়দ নিজামুল হক (২৮), মো.গোলাম নবী (৫৫), মো. আনিসুল ইসলাম ওরফে সৌমিক (৩১), মো. মাহিম (১৯), মো. আরিফ হোসেন (২৪), মো. শহিদুল ইসলাম শাওন (২৪), মো. আলী আজগর (৪০), মাহমুদুল হক (৫০), মো. আরিফ (২০), মো. সুমন (৩০), তৌহিদুল ইসলাম (৩২), এসএম সেলিম উদ্দিন (৫৪), মো. মনির (৩৬) ও মো. সানি (২৯)।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলায় ৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm