চট্টগ্রামে ১২ দিনে অর্ধহাজার লোককে ধরেছে পুলিশ, মামলা বেড়ে ২০

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সংঘাতের ঘটনায় মামলা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০টিতে। এসব মামলায় গত ১২ দিনে গ্রেপ্তার আসামির সংখ্যা অর্ধ হাজার ছাড়িয়েছে। এসব মামলা হয়েছে শুধুমাত্র নগরীর ছয় থানায়।

শনিবার (২৩ জুলাই) সকাল থেকে রোববার সকাল পর্যন্ত একাধিক অভিযানে সর্বশেষ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা ৫১৬ জন।

রোববার (২৮) চট্টগ্রাম নগর পুলিশের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিএমপির তথ্যমতে, পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ নেতাদের ভবনের ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টায় আর একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় ৫০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০-৩৫ জনকে।

এ নিয়ে ২০টি মামলা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে কোতোয়ালীতে চারটি, চান্দগাঁওয়ে চারটি ও পাঁচলাইশে সাতটি মামলা হয়েছে। একইসঙ্গে খুলশী, বাকলিয়া, হালিশহর, আকবরশাহ ও ডবলমুরিং থানায় একটি করে মামলা হয়েছে। এতে মোট আসামির সংখ্যা প্রায় ৩৭ হাজার।

মামলার বিষয়গুলো নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স) কাজী মো. তারেক আজিজ।

গত ১৬ জুলাই থেকে চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলমান আন্দোলন সহিংস রূপ ধারণ করে। ওইদিনই পুলিশ এবং যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে প্রাণ হারায় তিনজন। ১৮ জুলাই বহদ্দারহাট মোড়ে আবারও সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন। এরপর আহত অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা যান হাসপাতালে।

এদিকে কোটা আন্দোলনে সারাদেশে প্রাণ গেছে ২০৩ জনের। তবে মৃতের সংখ্যার কোনো সরকারি হিসাব পাওয়া যায়নি। হাসপাতাল, নিহতদের স্বজন ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদের মাধ্যমে নিহতের সংখ্যা নিরূপণ করা গেছে।

১৫ উপজেলায় গ্রেপ্তার ৩৮১
চট্টগ্রামের ১৫ উপজেলায় কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় ১১টি মামলা দায়ের করা হছে। এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৩৮১ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

৩৮০ নেতাকর্মী গ্রেপ্তার, অভিযোগ বিএনপির
চট্টগ্রাম নগরে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় ৩৮০ জন নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সেলের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী জানান, প্রতিদিন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় পুলিশ গিয়ে হয়রানি করছে। সহিংসতার মামলায় এ পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৩৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইদ্রিস আলী দাবি করেন, শনিবার রাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ নগর যুবদলের সহ-সভাপতি আব্দুল করিমকে ও চান্দগাঁও থানা পুলিশ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোবারক হোসেনসহ অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm