চট্টগ্রামে হিন্দু শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হল শিক্ষার্থীদের উস্কে দিয়ে

নেপথ্যে কমিটি নিয়ে দ্বন্দ্ব

চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বী এক প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে। এর পেছনে স্কুল পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে স্থানীয় একদল চিহ্নিত লোক জড়িত বলে জানা গেছে। পদত্যাগের পর ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

বুধবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া ঠান্ডা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার শিকার ওই প্রধান শিক্ষকের নাম চন্দন মহাজন।

জানা গেছে, স্থানীয় একদল চিহ্নিত দুর্নীতিবাজ লোক প্রধান শিক্ষক চন্দন মহাজনের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে শিক্ষার্থী ছাড়াও কিছু অভিভাবককে উস্কে দেয়। এদের মধ্যে স্কুল পরিচালনা কমিটির দখল নিতে চাওয়া লোকজনও আছে। তারা অভিযোগ তোলে, চন্দন মহাজন ইসলামবিদ্বেষী কথাবার্তা বলেছেন। দাড়ি রাখলে জঙ্গি বা হিজাব-নিকাব নিয়ে কটুক্তি করেছেন—এমন অভিযোগও তোলে তারা। এছাড়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলা হয়।

জানা গেছে, অভিযোগগুলো তদন্তের জন্য বুধবার (৮ জানুয়ারি) প্রধান শিক্ষক চন্দন মহাজনকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয়। কিন্তু ওই সময় হঠাৎ করে একদল শিক্ষার্থীকে সেখানে নিয়ে আসা হয়। তারা তদন্ত ছাড়াই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানাতে থাকে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধান শিক্ষক চন্দন মহাজন।

স্কুলটির একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে প্রধান শিক্ষক চন্দন মহাজনকে ফাঁসানোর জন্যই বেশিরভাগ অভিযোগ তোলা হয়েছে। ছোট ছোট শিশুদের আন্দোলনে যেতে উস্কে দেওয়া হচ্ছে। অথচ এদের অনেকে জানেই না শিক্ষকের অপরাধ কী?’

স্থানীয় এক অভিভাবক অভিযোগ করেন, ‘এই হেনস্তার ঘটনার নেপথ্যে মূলত কমিটি নিয়ে দ্বন্দ্ব। বাকি অভিযোগগুলো সাজানো।’

এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক চন্দন মহাজনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm