চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে টার্ফ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহতের ঘটনায় জামিন না মঞ্জুর করে থানা ছাত্রদলের আহ্বায়কসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিলের আদালত এই আদেশ দেন।
ছাত্রদল নেতা হলেন আবদুর রহমান ওরফে আলফাজ। তিনি চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক। এছাড়া অপরজন হলেন ছাত্রদলকর্মী মো. পারভেজ।
আদালত সূত্রে জানা গেছে, জামিনের মেয়াদ শেষ হলেও তারা দীর্ঘদিন আদালতে হাজির হননি। রোববার আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর চান্দগাঁও স্পোর্টস জোনে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রদল কর্মী জুবায়ের উদ্দিন (২৬) নামের এক যুবক নিহত হন। টার্ফ দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি থেকে হামলার ঘটনা ঘটে। হত্যার এ ঘটনায় মামলা দায়ের করা হলে যুবদলের ওই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এছাড়া চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
ডিজে



